Breaking News

দক্ষিণ দমদমে যুবককে পুড়িয়ে মারার চেষ্টা!‘অনুগামী’র বিরুদ্ধে ওঠা অভিযোগ ওড়ালেন কাউন্সিলর

নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দমদমের তারকনাথ কলোনিতে এক যুবককে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠল। স্থানীয়দের দাবি, দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ‘ঘনিষ্ঠ’ সুমন বন্দ্যোপাধ্যায়, সুশান্ত দাস এবং তাঁর সহকারীরাই এই কাণ্ড ঘটিয়েছেন। রঞ্জিত কর্মকার নামে ওই যুবকের শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে নাগেরবাজার পুলিশ। কাউন্সিলর মৃন্ময় দাস যদিও জানিয়েছেন, এখানে রাজনীতির কোনও রং নেই। কালী প্রতিমা নিরঞ্জনের পরে সকলে মত্ত অবস্থায় ছিলেন। এক বাইক থেকে অন্য বাইকে তেল ভরার সময়ে এই ঘটনা ঘটেছে।বুধবার তারকনাথ কলোনির কালী প্রতিমা নিরঞ্জন করে এলাকায় দাঁড়িয়েছিল ওই এলাকার এক পরিবারের জামাই রঞ্জিত কর্মকার। সেই সময় কাউন্সিলর এবং তাঁর অনুগামী সুমন ব্যানার্জি ও সুশান্ত দাস-সহ বেশ কয়েকজন তাঁকে আক্রমণ করে। সামনে দাঁড়িয়ে থাকা বাইক থেকে পেট্রোল বের করে রঞ্জিতের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় নাগেরবাজার থানার পুলিশ।পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ওই এলাকায় কাউন্সিলরের অনুগামী সুশান্ত দাসের দাপট চলে। স্থানীয় কেউ তাঁর বিরুদ্ধে কিছুই করতে পারেনা। জানা গিয়েছে, সুশান্তর কাছে নেতাদের আশীর্বাদ থাকায় এলাকায় তাঁর দাপট বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত রঞ্জন কর্মকার এলাকায় কম মিশতেন। কেন এই ঘটনা ঘটল সেই সম্পর্কে কোনও ধারণা নেই। আহত রঞ্জনের শাশুরি মনা দাস বলেন, তাঁর জামাই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *