দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কালীপুজোর রাতে মধ্যরাতের বাজির তাণ্ডবে থমথমে ভবানীপুর। অসুস্থ এক বৃদ্ধা প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন। অভিযুক্ত এলাকারই পাঁচ যুবক। ঘটনার তদন্তে নেমেছে ভবানীপুর থানার পুলিশ| ৪ বি আশুতোষ মুখার্জি রোডের বাসিন্দা অনুপমা চৌধুরীর অভিযোগ, কালীপুজোর দিন রাত দেড়টা নাগাদ পাড়ার কিছু ছেলে বাজি ফাটাচ্ছিল। অসুস্থ বৃদ্ধার অভিযোগ, তিনি মধ্যরাতে ওই বিপুল শব্দে বাজি ফাটানোর প্রতিবাদ করতে গিয়েছিলেন। এমনকী বাজি থেকে তাঁর বাড়িতে আগুন লেগে গিয়েছিল বলেও অভিযোগ। প্রতিবাদ করতে গেলে তাঁকে ও তাঁর ভাইকে মারধর করা হয় বলে অভিযোগ বৃদ্ধার।বৃদ্ধা বলেন, “রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ দেখি, ঘর ভর্তি ধোঁয়া। নিঃশ্বাস নিতে পারছি না। নীচে গিয়ে বলেছি, এখানে ভদ্রলোকেরা থাকে। তখন ওরা আমাকে জোর করে জাপটে ধরে মারধর করল।” তাঁর দাবি, স্থানীয় যুবকেরাই মারধর করেছে বলে অভিযোগ তাঁর। বৃদ্ধা আতঙ্কে রয়েছেন। তাঁর বারবার মনে হচ্ছে, আবারও তাঁর উপর হামলা হতে পারে। পুলিশের অসহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।
Hindustan TV Bangla Bengali News Portal