Breaking News

কালীপুজোর ২ দিনের মাথাতেই তারাপীঠ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র সমেত গ্রেফতার ২!মুঙ্গের থেকে চলছিল কারবার

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- কালীপুজোর আবহেই রাজ্যে উদ্ধার অস্ত্র। বিহারের বাসিন্দাকে গ্রেফতার করা হল এ রাজ্য থেকে। অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। মাস কয়েক পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রায় সব রাজনৈতিক দল নিজেদের কৌশল নিয়ে মাঠে নেমে পড়েছে। এই পরিস্থিতিতে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে রজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে।ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে ২টি সেমি-অটোমেটিক পিস্তল এবং ৪টি ম্যাগাজিন। তারাপীঠ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। অভয় কুমার শর্মা এবং মিনারুল শেখ নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অভয় কুমার শর্মা মুঙ্গেরের বাসিন্দা। আর মিনারুল শেখ বীরভূমের মল্লারপুরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ একটি অভিযান চালায়। বীরচন্দ্রপুর রোডের কাছে একটি হোটেলে মূলত অভিযান চালানো হয়েছে বেঙ্গল এসটিএফ- এর তরফে। ওই হোটেল থেকেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া দু’টি সেমি অটোমেটিক পিস্তলে ম্যাগাজিন লোড করা ছিল। আরও ২টো এক্সট্রা ম্যাগাজিন ছিল। এইসব আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্য ছিল বলে অনুমান করছেন তদন্তকারীরা। ২০ তারিখ কালীপুজো গিয়েছে। তার ২ দিনের মাথায় হোটেল থেকে আগ্নেয়াস্ত্র সমেত দুই ব্যক্তি গ্রেফতার হয়েছে। এখনও তারাপীঠে যথেষ্ট ভিড় রয়েছে ভক্তদের। ফলে এই ঘটনা প্রকাশ্যে আসায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। তারাপীঠের হোটেল থেকে গ্রেফতার হওয়া ২ ব্যক্তির এইসব আগ্নেয়াস্ত্র নিয়ে কী করার উদ্দেশ্য ছিল, আর কে বা কারা এর সঙ্গে যুক্ত, কেউ তাদের এইসব আগ্নেয়াস্ত্র তারাপীঠী নিয়ে আসতে বলেছিল কিনা, পরবর্তীতে এইসব আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের কী করার পরিকল্পনা ছিল – সবটাই খতিয়ে দেখছেন বেঙ্গল এসটিএফ- এর তদন্তকারী আধিকারিকরা। ধৃত ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তাদের পিছনে কোনও বড় অস্ত্র পাচারকারী দল রয়েছে কিনা, তা জানার চেষ্টাও চলছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *