প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসকেএম হাসপাতালে কিশোরীকে ‘যৌন হেনস্থা’র ঘটনায় ধৃত যুবককে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার তাঁকে পকসো আদালতে হাজির করানো হয়েছিল। পুলিশের তরফে ডিএনএ পরীক্ষার আবেদন জানানো হয়। চাওয়া হয়েছে গোপন জবানবন্দি নেওয়ার অনুমতিও। ৩১ অক্টোবর পর্যন্ত ধৃতকে পুলিশি হেফাজতে রাখতে বলেছে আদালত।পুলিশ আদালতে জানিয়েছে, ২২ অক্টোবর বুধবার নাবালিকা মা ও দাদুর সঙ্গে এসএসকেএম হাসপাতালের মানসিক রোগ সংক্রান্ত বিভাগে ডাক্তার দেখাতে আসে। অভিযোগ দুপুর ১টা ৫০ নাগাদ অভিযুক্ত অমিত মল্লিক হাসপাতালের পোশাক পরে আসেন। নাবালিকার কাছে নিজেকে এসএসকেএমের চাইল্ড স্পেশালিস্ট বলে পরিচয় দেন। তারপর নাবালিকাকে শৌচাগারে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে নির্যাতন চালায়। পুলিশের দাবি, নির্যাতিতার গোপনাঙ্গে স্পর্শের পাশাপাশি বলপূর্বক ‘যোনিচ্ছেদ’ করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে |কীভাবে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে তাও বর্ণনা করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর এসএসকেএম হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তারপর সোর্স মারফত খবর পেয়ে ২২ তারিখ রাতে প্রগতি ময়দান থানার অন্তর্গত ২ নম্বর ধাপা রোডের মল্লিক পাড়ার বাসিন্দা অমিতকে গ্রেফতার হয়েছে। অভিযুক্তের সঙ্গে এসএসকেএম হাসপাতালের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal