দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শনিবার নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে পর্যালোচনা বৈঠক হয়ে গেল। তাতে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সরকারি হাসপাতালের সুপার, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সমস্ত জেলাশাসক, পুলিশ সুপারের ভারচুয়াল হাজিরায় একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো জোর দেওয়া হয়েছে হাসপাতাল কর্মীদের প্রশিক্ষণ, নির্দিষ্ট পোশাক, ডিউটি রস্টারের দিকে। এছাড়া কর্মী নিয়োগের আগে তাঁদের অতীত কাজের রেকর্ড খুঁটিয়ে দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।সম্প্রতি উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহ এবং এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগিণীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। আরজি করের পরে এই দুই ঘটনা ফের সরকারি স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সেই সূত্রেই শনিবার নবান্নে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কালীঘাটের বাড়ি থেকে মুখ্যসচিবের ফোন মারফত বৈঠকে ‘ভার্চুয়ালি’ যোগ দেন মুখ্যমন্ত্রী। সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে হওয়া ওই বৈঠকে যোগ দিয়েছিলেন সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার। ছিলেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং সমস্ত পুলিশ কমিশনারেটের কমিশনারেরা। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও যোগ দিয়েছিলেন বৈঠকে। ছিলেন স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকেরাও।বৈঠকে সিসিটিভি ‘মনিটরিং’ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, কোন হাসপাতালে কত সিসিটিভি অকেজো, তা ঠিক করতে আনুমানিক কত খরচ হতে পারে, তার খসড়া প্রস্তাব করে রাজ্য সরকারকে জানাতে। যে সিসিটিভিগুলি কাজ করছে, তাতেও ঠিকঠাক নজরদারি চালানো হয় কি না, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal