Breaking News

হুগলিতে জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা!গুড়াপে মৃত্যু তিন মৃৎশিল্পীর

প্রসেনজিৎ ধর, হুগলি:- উৎসবের আবহে শোকের ছায়া। ১৯ নম্বর জাতীয় সড়কের হুগলির গুড়াপ থানার কানাজুলি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু তিন মৃৎশিল্পীর। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর নাগাদ। সূত্রের খবর, শনিবার ভোরে একটি ১০৭ গাড়ি করে তিনজন মৃৎশিল্পী আসানসোল ফিরছিলেন। যাচ্ছিলেন কলকাতার উদ্দেশ্যে। কানাজুলি এলাকাতেই গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই সামনে থাকা একটি চলন্ত গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির গুরাপে জাতীয় সড়কের উপর। জানা যাচ্ছে, মৃত তিনজনই পেশায় মৃৎশিল্পী। যদিও দুর্ঘটনায় ঘাতক গাড়িটিকে এখনও ধরতে পারেনি পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, জাতীয় সড়কের উপর থাকা সিসিটিভিও দেখছে পুলিশ।
মৃত তিনজনের নাম বিভাস মণ্ডল (৩০), নিমাই দাস (৩৮) এবং কৌশিক মণ্ডল (২৮)। এদিন ওই তিন মৃৎশিল্পী একটি ১০৭ গাড়িতে চেপে আসানসোল থেকে হিঙ্গলগজ্ঞ যাচ্ছিলেন। দুর্গাপুর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল গাড়ি। সেই সময় গুরাপ থানার কানাজুলি এলাকায় চলন্ত ওই গাড়ির পিছনে ধাক্কা মারে আরেকটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান পুলিশের। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, সেখানেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভাসের বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। কৌশিকের বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায়। নিমাইয়ের বাড়ি কলকাতার রবীন্দ্র সরোবর থানা এলাকায়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোররাতে চোখে ঘুম লেগে যাওয়ার কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে মূল কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। কথা বলা হচ্ছে এলাকার বাসিন্দাদের সঙ্গে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *