Breaking News

বিরাট বদল ব্লু লাইনে, কবে থেকে চালু হবে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো?ব্লু লাইনে আসছে আধুনিক সিগন্যালিং ব্যবস্থা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে নিউ গড়িয়া- এয়ারপোর্টের মধ্যে মেট্রো পরিষেবা চালু হবে। তাই দ্রুত গতিতে চলছে। কলকাতা মেট্রোর ৪১তম জন্মদিনের অনুষ্ঠানে একথা জানিয়ে দিল মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র। পাশাপাশি তিনি জানান, ২০২৯ সালের মধ্যে জোকা-এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে পুরনো ব্লু লাইনের নিত্যদিনের যে সমস্যা তা সমাধানেও উদ্যোগের কথা জানান জিএম। বলেন, “ব্লু লাইনে নিয়মিত যে সমস্যা রয়েছে সেটা নিয়ে রাইটস কাজ করছে। সিবিটিসি (কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল)-র কাজ শুরু করার জন্য অনুমতি নেওয়া হয়েছে। তিন থেকে চার বছরের মধ্যে সমস্যার সমাধান করা হবে।” অর্থাৎ ব্লু লাইনে সিগন্যালিং সিস্টেমই আমূল বদলে যাবে। সেক্ষেত্রে আরও কম সময়ের ব্যবধানে ছুটবে ট্রেন।এদিন জিএম বলেন, চিংড়িঘাটার মেট্রোর সম্প্রসারণের কাজ আটকে ছিল সেটি নভেম্বর মাস থেকে শুরু হবে। নভেম্বরে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।সব মিলিয়ে বিরাট বদল আসতে চলেছে কলকাতা মেট্রো পরিষেবাতে। জানা যাচ্ছে, ব্লু লাইনে সিগন্যালিং সিস্টেমই আমূল বদলে যাবে। সেক্ষেত্রে আরও কম সময়ের ব্যবধানে ছুটবে ট্রেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *