দেবরীনা মণ্ডল সাহা :- আর্থিক তছরুপ মামলায় এবার দিল্লি থেকে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তণ সাংসদ কে.ডি.সিং | বুধবার সকালে তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | তাঁর সংস্থা অ্যালকেমিস্ট বাজারে আমানতকারীদের থেকে কয়েক কোটি টাকা তুলেছিল বলে অভিযোগ | জানা গেছে,২৩৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে | মঙ্গলবার তাঁকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পরে আজ তাঁকে এই বিষয়ে জন্য ডাকে ইডি | কথাবার্তায় অসঙ্গতি থাকায় আজ প্রিভেনশান অব মানি লন্ডারিং ধারায় তাঁকে গ্রেফতার করেছে ইডি|কে.ডি.সিং-এর বয়ানে অসঙ্গতি মেলায় আজ সকালে প্রথমে আটক করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং পরে তাঁকে গ্রেফতার করা হয় | ২০১৬ সাল থেকে কে.ডি.সিং ও তাঁর সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেডের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সেবি | কেডি সিং ও তাঁর সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালের চিটফান্ডের মাধ্যমে জনগণের কাছ থেকে অবৈধ ভাবে ১ হাজার ৯১৬ কোটি টাকা তুলেছে | অ্যালকেমিস্ট দাবি করে, ২০১৫ সালে তারা সেবি-কে ১০৭৭ কোটি টাকা ফেরত দিয়েছে |
এর আগে, সারদা এবং নারদা কাণ্ডের সময়ও একাধিকবার তাঁর নাম উঠে এসেছে | জেল থেকে সুদীপ্ত সেনের লেখা চিঠিতেই কে ডি সিং-এর নাম ছিল বলে জানা গেছে | এছাড়াও জানা গেছে, সাইপ্রাস-সহ কয়েকটি দেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে | জানা গেছে, কয়েক বছর আগে অনেক টাকা তছরূপের অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় কে.ডি.সিংয়ের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি | সেইসময়,কুফরির একটি রিসর্ট, চণ্ডীগড়ে শো-রুম, পঞ্চকুলা ও হরিয়ানায় একাধিক সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয় | রাজ্য ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে একাধিক অভিযোগ জমা পড়ে | সব অভিযোগ একত্রিত করে তদন্ত শুরু হয় | উল্লেখ্য, ২০১৪ সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন ব্যবসায়ী কে.ডি.সিং | তবে এখন আর সাংসদ নেই তিনি | আজই তাঁকে আদালতে পেশ করা হতে পারে বলে সূত্রের খবর |