Breaking News

এসএসসি মামলায় সাক্ষ্যগ্রহণের সময়ে দুই পক্ষের বচসা! আদালতেই বাকবিতণ্ডায় সিবিআই-অভিযুক্তের আইনজীবীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আলিপুর আদালতে মঙ্গলবার এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) নিয়োগ দু্র্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছিল। তার মাঝেই তদন্তকারী সংস্থা সিবিআই এবং অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। আদালত সূত্রে খবর, শুনানি চলার সময় এজলাস ছেড়ে বেরিয়ে যান সিবিআইয়ের আইনজীবীরা। সিবিআই সূত্রে খবর, তাঁরা বিষয়টি সিবিআইয়ের শীর্ষ আধিকারিকদের জানিয়েছেন। জানানো হতে পারে দিল্লিতেও। আদালতে এসে আইনজীবীদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের শীর্ষ আধিকারিকেরা। তার পরে উভয় পক্ষই কাজ চালিয়ে নিতে সম্মত হয়।পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষমেশ চিৎকার করতে করতে আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যান সিবিআই আইনজীবীরা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয় আদালত চত্বরে। জানা যাচ্ছে, ঘটনায় উষ্মা প্রকাশ করেন আলিপুর আদালতের বিচারকও। শেষমেশ সিবিআই আইনজীবীকে ছাড়াই সাক্ষ্যগ্রহণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।অন্যদিকে ঘটনার বিস্তারিত শীর্ষ আধিকারিকদের জানিয়েছেন সিবিআই আইনজীবীরা। এমনকী ওই এজলাস বয়কটের পথেও সিবিআই হাঁটতে পারে। জানা যাচ্ছে, ঘটনার পরেই সিবিআইয়ের পুলিশ সুপার আদালতে এসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। আইনজীবীদের কাছ থেকে রিপোর্ট নিচ্ছেন। তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে|আদালত সূত্রে খবর, এসএসসি মামলার শুনানিতে সোমবারের পরে মঙ্গলবারও রাজেশ লায়েকের সাক্ষ্যগ্রহণ চলছিল। তিনি রাজ্য শিক্ষা দফতরের আধিকারিক। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তাঁকে সওয়াল করছিলেন। তখনই দুই পক্ষের আইনজীবীদের বাক্‌বিতণ্ডা হয়। তার জেরে এজলাস ছেড়ে বেরিয়ে যান সিবিআইয়ের আইনজীবীরা। তাঁদের অনুপস্থিতিতেই সাক্ষীর বয়ান গ্রহণ চলতে থাকে আদালতে। এই বিষয়টি সিবিআইয়ের শীর্ষ আধিকারিকদের আইনজীবীরা জানিয়েছেন বলে তদন্তকারী সংস্থার সূত্রে খবর। তার পরেই আদালতে যান সিবিআইয়ের এসপি। আইনজীবীদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তার পরে উভয় পক্ষই কাজ চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। আজকের মতো বিষয়টির নিষ্পত্তি হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *