প্রসেনজিৎ ধর, কলকাতা :-বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘মান্থা’ ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে। IMD জানিয়েছে, নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে তা তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এরপর মঙ্গলবার সন্ধ্যা বা রাতে এটি অন্ধ্রপ্রদেশের উপকূলে — বিশেষ করে মাচিলিপটনম ও কাকিনাদার মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।বাংলায় সরাসরি প্রভাব না থাকলে পরোক্ষ প্রভাব পড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের। বিপদের আশঙ্কায় একাধিক দূরপাল্লার ট্রেনের টাইম বদল করল রেল।
১৮০৪৫ শালিমার-চাড়লাপল্লি ইস্ট-কোস্ট এক্সপ্রেসের শালিমার স্টেশন ছাড়ার কথা ছিল ২৮ অক্টোবর সকাল ১১ টা বেজে ১৫ মিনিটে। সেটা ছাড়বে রাত ৯ টা বেজে ১৫ মিনিটে। ২২৮২৫ শালিমার-MGR চেন্নাই এক্সপ্রেস শালিমার থেকে ছাড়ার কথা ছিল ২৮ তারিখ রাত ১২ টা বেজে ১০ মিনিটে। সেটা ছাড়বে রাত ১০ টা বেজে ১০ মিনিটে। ২২৮৮৭ হাওড়া-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেসেরও সময় বদল হয়েছে। মঙ্গলবার রাত ১২ টা ৩০ মিনিটে ছাড়ার কথা ছিল ট্রেনটি। কিন্তু ছাড়বে রাত সাড়ে দশটায়।২৮ অক্টোবরের হাওড়া-MGR চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (১২৪৮১) দুপুর ৩ টা ১০-মিনিটে ছাড়ার কথা ছিল। ট্রেনটি ছাড়বে আগামিকাল অর্থাৎ ২৯ তারিখ ভোর ১ টা দশ মিনিটে ছাড়বে। ২৮ তারিখের শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস শালিমার ছাড়বে আগামিকাল অর্থাৎ ২৯ তারিখ ভোর ৪ টে বেজে ১৫ মিনিটে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নাঞ্চলে ভূমিধস এবং জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal