Breaking News

পুর দুর্নীতিতে কলকাতায় তল্লাশি ইডির!ইডি হানা দিতেই উদ্ধার ১০ কোটির সোনা, বিপুল নগদ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুর নিয়োগ দুর্নীতির তদন্তে শহরে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতেই শহরে ফের টাকার পাহাড়ের হদিশ | তারাতলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ। ইডি সূত্রে জানা গিয়েছে, শুধু টাকা নয় লেকটাউনের অফিস থেকে উদ্ধার হয়েছে কয়েক কিলো সোনাও।সূত্রের খবর, রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা। একটি গোপন জায়গাতে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল বলে খবর। পুরোটাই পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে ইডির তরফে দাবি করা হচ্ছে। তল্লাশি এখনও চলছে। ফলে আরও টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে লেকটাউনে রয়েছে রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের মালিক গৌতম ধন্ধানিয়ার বিলাসবহুল ফ্ল্যাটে। এদিন আচমকা সেখানেও হানা দেন ইডির আধিকারিকরা। সেখানেও একযোগে তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। তাতেই মেলে সাফল্য। সেখান থেকেও ১০ কেজির বেশি সোনার সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটিরও বেশি। এর মধ্যে প্রচুর স্বর্ণলঙ্কারও রয়েছে বলে জানা যাচ্ছে |এই বিপুল অঙ্কের সোনা পাওয়া গেলেও এর কোনও হিসাব-খতিয়ান কিছু দিতে পারেনি ওই ব্যবসায়ীর পরিবার, এমনটাই খবর ইডি সূত্রে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *