Breaking News

চন্দননগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মূর্তি!আহত ৫

প্রসেনজিৎ ধর :-বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ছিল ট্যাগ লাইন। সপ্তমীর দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চন্দননগর কানাইলাল পল্লীর সেই পুজো মণ্ডপ। আহত হয়েছেন পাঁচজন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। দর্শকদের চমকে দিতে প্রায় ৭০ ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে অল্প হাওয়া দিতেই ভেঙে পড়ে এই মণ্ডপ। সেই সময় বেশ কয়েকজন দর্শনার্থী ছিলেন মণ্ডপে। তাঁদের মধ্যে পাঁচজন আহত হন।স্থানীয় সূত্রে খবর, সপ্তমীতেই চন্দননগরে কানাইলালপল্লির পুজোমণ্ডপে ভিড় হয়েছিল। কারণ, এবারে তাদের চমক ছিল ৭০ ফুটের পুজোমণ্ডপ। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরী করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায় বিকেলে হাওয়ার দমকে উল্টে পড়ে পুরো মণ্ডপটি। বাঁশ চাপা পড়ে জখম হন বেশ কয়েক জন। শুরু হয় হুড়োহুড়ি। খবর পেয়ে পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছোন। আহত বেশ কয়েক জনকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। খোদ নিজেই হাত লাগান উদ্ধার কাজে। তাঁর নির্দেশে প্রশাসন দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য সম্পন্ন করে। দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চালিয়ে স্বাভাবিক হয় পরিস্থিতি। স্থানীয়দের একাংশের দাবি, মণ্ডপের উচ্চতা বেশি হওয়ায় হালকা হাওয়াতেই হুড়মুড়িয়ে ভেঙে গিয়েছে।
চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ঘটনাস্থলে যান । তিনি বলেন, ‘‘কানাইপল্লির প্যান্ডেল পড়ে গিয়েছে, খবর পেয়ে পুলিশ এবং দমকল পৌঁছোয়। কয়েক জন চাপা পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’ তিনি সকলকে আশ্বস্ত করে বলেছেন, ‘‘সবাই ঠিক আছেন এখন। প্যান্ডেলের ‘স্ট্রাকচার’ সরিয়ে দেখা গিয়েছে, নীচে কেউ চাপা পড়ে নেই। স্থানীয় লোকজন ভাল কাজ করেছেন (উদ্ধারের)। পুজো কমিটিকে বলা হয়েছে, আগে প্যান্ডেলের কাঠামো ভাল করে খতিয়ে দেখতে হবে। তার পর দর্শনার্থীদের জন্য খোলা হবে। তবে মায়ের পুজো আটকাবে না।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *