Breaking News

২০০২-এর ভোটার লিস্টে নাম আছে, অথচ কমিশনের লিস্টে এখন নেই!‘কারচুপির প্রমাণ’ দিল তৃণমূল কংগ্রেস

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে তৃণমূল কংগ্রেস একদম সরাসরি দোষারোপ করল কমিশনকে। শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করলেন, ভোটার লিস্টের হার্ড কপি ও কমিশনের আপলোড করা তালিকার মধ্যে ব্যাপক গড়মিল রয়েছে। বৃহস্পতিবার তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে চন্দ্রিমা বলেন মানুষের মনে আতঙ্ক তৈরি করা হচ্ছে। তারপরই বিস্ফোরক অভিযোগ তোলেন কুণাল। দাবি করেন, চুপি, চুপি বাদ দেওয়া হচ্ছে ভোটারদের নাম। ২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপিতে যাঁদের নাম ছিল, সম্প্রতি কমিশনের আপলোড করা ২০০২ তালিকায় তাঁদের অনেকের নাম নেই। অভিযোগের স্বপক্ষে যুক্তিও দিয়েছে তৃণমূল। কুণাল বলেন, “কোচবিহার বিধানসভার নাটাবাড়ির বুথ নম্বর ২-এর ২০০২ যে ভোটার লিস্টে ৭১৭টি নাম ছিল। কিন্তু সম্প্রতি যে লিস্ট আপলোড করা হয়েছে সেই একই বুথে সেখানে দেখা যাচ্ছে নাম রয়েছে ১৪০ জনের।”কুণালের প্রশ্ন ৭১৭ থেকে ১৪০ হল কী করে? বাকিরা কোথায় গেলেন? এর জবাব কে দেবে? একই তো বুথ।”তৃণমূলের আরও অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ‘ চক্রান্ত’ করছে বিজেপি। তা না হলে আগে থেকে কী করে বিজেপির নেতারা বলছেন বহু সংখ্যক মানুষের নাম বাদ যাবে। কুণাল বলেন, “বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে। সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাঁদের ওয়েবসাইটে উঠছে। না হলে বিজেপির নেতারা কী করে বলতে পারেন এত লোকের নাম বাদ যাবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *