প্রসেনজিৎ ধর, হুগলি:-চন্দননগর সেজে উঠেছে জগদ্ধাত্রী পুজোর আলোয়। কিন্তু উৎসবের মাঝেই বিষাদের সুর। চন্দননগরে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার।চুঁচুড়া মতিঝিলের বাসিন্দা তরুন কান্তি দাস এবং তাঁর স্ত্রী বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বাইকের পিছনে বসেছিলেন তাঁর স্ত্রী | কলুপুকুর পুজো মণ্ডপের সামনে তাদের বাইকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। তখনই রাস্তাতেই পড়ে যান শিবানী। তাঁর উপর দিয়েই চলে যায় লরি। দেখা মাত্রই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে ঘটে গিয়েছে অঘটন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুুলিশ। আটক করা হয় ঘাতক লরি ও চালককে। আসে শববাহী গাড়ি। উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় |এই ঘটনাকে কেন্দ্র করে পুজোর আবহে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিকে পুজোর সময় চন্দননগরে ভিড়ের কথা মাথায় রেখে ভারী যান চলাচলে থাকে নিষেধাজ্ঞা। কিন্তু পুজো কমিটির গাড়িগুলি চলাচল করে। এদিনের দুর্ঘটনায় ঘাতক লরিটি মানকুন্ডুর একটি পুজো কমিটির বলে জানা যাচ্ছে। স্থানীয় আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওম প্রকাশ মাহাতো বলেন, মানকুন্ডুর আদি পালপাড়ার লরি যাচ্ছিল। এই লরিই ধাক্কা মারে। দুপুর থেকে নো এন্ট্রি থাকে। আগামী দিনে যাতে কোনও লরি চালক সহকারি ছাড়া না চালায় সেটা দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal