দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজাবাজারে চাঞ্চল্যকর ঘটনা। ম্যানহোল থেকে উদ্ধার হল এক যুবকের পচাগলা দেহ| শুক্রবার সকালে পুরসভার কর্মীরা ম্যানহোল পরিষ্কার করতে গিয়েই চমকে ওঠেন। ভিতরে পড়ে রয়েছে এক ব্যক্তির দেহ— পুরোপুরি পচে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। দেহটি যে অবস্থায় উদ্ধার হয়েছে, তাতে পুলিশ এখনও নিশ্চিত নয় এটি খুন নাকি দুর্ঘটনা। মৃতের বয়স আনুমানিক ৩০ বছর|খুন নাকি কোনওভাবে ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু তা প্রাথমিকভাবে বোঝা যায়নি। দেহে পচন ধরাতেই ময়নাতদন্তের আগে এ বিষয়ে স্বচ্ছভাবে কিছু জানা যাবে না বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে আপাতভাবে বাইরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। স্থানীয় সূত্রে খবর, জল যাচ্ছে না বলে অভিযোগ এসেছিল পুরসভার কাছে। সেই অভিযোগ পেয়েই পুরসভার কর্মীরা ছুটে আসেন। শুরুতেই তিনটে ম্যানহোল পরিষ্কারের কাজ শুরু হয়। নির্বিঘ্নেই মেটে কাজ। কোনও সমস্যা ছিল না। কিন্তু চার নম্বর ম্যানহোল খুলতেই হইচই শুরু হয়ে যায়। সেটি থেকেই মেলে পচা গলা দেহ। সাফাই কর্মীরা জানাচ্ছেন পচাগলা তো ছিলই কিন্তু দেহ ওখানে পড়ে থেকে কঙ্কালসার হয়ে গিয়েছে। তা দেখেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান যেভাবেই মৃত্যু ঘটে থাকুক না কেন ঘটনার পর কেটেছে বেশ কয়েকটা দিন। ম্যানহোল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal