দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভা ভোটের আগে ফের সরগরম বঙ্গ বিজেপি। দলের অন্দরে যেন নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। একসময় রাজ্য বিজেপির মুখ হিসেবে যিনি দলকে সর্বোচ্চ সাফল্য এনে দিয়েছিলেন, সেই দিলীপ ঘোষ আবারও ফিরে আসছেন কেন্দ্রবিন্দুতে। শনিবার কলকাতার ৬ নম্বর মুরলীধর সেন লেনের পুরনো দফতরে বিজয়া সম্মিলনীর আয়োজন করছেন তিনি। আর এই আয়োজন ঘিরেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক জল্পনা। যে অফিসে বসে তিনি বিজেপিকে পশ্চিমবঙ্গে ১৮ জন সাংসদ এবং ৭৭ বিধায়ক দিয়েছিলেন সেখানেই তাঁর এই আয়োজনে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মাঝে বেশ কিছু বছর বিজেপি-তে প্রায় একঘরে হয়েছিলেন দিলীপ। এই অফিসেই তিনি এতদিন ঢুকতে পারতেন না। এমনকি পার্টি অফিসে তাঁর ঘর পর্যন্ত ভেঙে দেওয়া হয়। দফতরের নিচের হলঘরে কর্মীদের সঙ্গে কথা বলার অপরাধে ওই ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়।সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন শমীক ভট্টাচার্য। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি দলের ভেতরে ভারসাম্য ফেরানোর চেষ্টা শুরু করেছেন। সূত্রের খবর, তাঁর উদ্যোগেই দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রয়াস শুরু হয়। রাজনৈতিক মহলের ধারণা, শমীক ভট্টাচার্য চাইছেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় ভিত মজবুত করতে, আর সেই লক্ষ্যে দিলীপ ঘোষের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতে |শনিবার দুপুর তিনটেয় শুরু হবে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতাকে। দলের পুরনো দফতর আবারও রাজনৈতিক কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
Hindustan TV Bangla Bengali News Portal