Breaking News

এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার চেষ্টা, সীমান্তে ধৃত ১১ বাংলাদেশি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার চেষ্টা করতে গিয়ে বিএসএফের জালে ধরা পড়ল ১১ জন বাংলাদেশি নাগরিক। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি ওই নাগরিকরা চোরাপথে পশ্চিমবঙ্গে ঢুকেছিলেন। এমনকি, তাঁদের সঙ্গে শিশু ও নাবালকও রয়েছে। ভারতে ঢোকার পর বিভিন্ন কাজ করতেন তাঁরা। এসআইআর ঘোষণার পরই তাঁরা বাংলাদেশে ফিরে যেতে চাইছিলেন। চোরাপথে ভারতে ঢুকেছিলেন, তাই তারালি সীমান্ত দিয়ে চোরাপথেই বাংলাদেশে পালানোর ছক করছিলেন।তারালি সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করায় সময় বিএসএফ জওয়ানরা তাঁদের ধরে ফেলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, এখন বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য সীমান্তে এসেছিলেন তাঁরা। ধৃতদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিন তাঁদের মহকুমা আদালতে তোলা হয়।বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে রাজ্যের শাসকদল ও বিরোধীদের মধ্যে অনেকদিন ধরেই চাপানউতোর চলছে। রাজ্য বিজেপি নেতৃত্বের অভিযোগ, অনুপ্রবেশকারীরা বাংলায় আশ্রয় নিয়েছে। পাল্ট তৃণমূলের বক্তব্য, সীমান্ত সুরক্ষার দায়িত্ব অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের। ফলে অনুপ্রবেশ হলে তার দায় স্বরাষ্ট্র মন্ত্রকের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *