Breaking News

প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল!সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষায় পাশের হার সর্বাধিক,রাজ্য মেধা তালিকায় শীর্ষে কারা?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল। পরীক্ষা শেষের মাত্র ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর সাড়ে ১২টা নাগাদ সাংবাদিক বৈঠকে বসলেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বেলা দু’টো নাগাদ ওয়েবসাইটেও প্রকাশিত হল ফলাফল। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সাংবাদিক বৈঠকে শিক্ষা সংসদ জানিয়েছে, এ বছরের পাশের হার ৯৩.৭২ শতাংশ । ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যা ছিল ৯০.৭৯ শতাংশ। গত কয়েক বছরে এই পাশের হার সর্বাধিক। যদিও সর্বোচ্চ নম্বর নিয়ে সন্তুষ্টির জায়গা নেই বলেই মনে করছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।সম্ভাব্য মেধাতালিকার প্রথম দশে রয়েছে ৬৯ জন পরীক্ষার্থী। এদের মধ্যে মাত্র তিন জন ছাত্রী। ৯৮.৯৭ শতাংশ নম্বর নিয়ে প্রথম হয়েছে ঋতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। এরা বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, রাশিবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে।
৯৮.৪ শতাংশ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল। দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর হাইস্কুলের এই পড়ুয়ার সার্বিক স্থান চতুর্থ। ৯৮.৩৮ শতাংশ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে, আবদুল মোতালেক হাই মাদ্রাসা থেকে রেহান রিজভি।মেধাতালিকায় রয়েছে বাণিজ্য বিভাগের এক পড়ুয়া — ৯৭.৫০ শতাংশ নম্বর নিয়ে অষ্টম হয়েছে গোলাম ফৈজল। সে এপি ডিপার্টমেন্ট ক্যালকাটা মাদ্রাসায় পড়ছে। বাকিরা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের পড়ুয়া।পাশের হারের নিরিখে প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে নদিয়া। তবে কলকাতার স্থান ১২ -তে। কলকাতার পাশের হার ৯৩.৭৭ শতাংশ। নতুন নিয়মে এবছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মোট ৪ টি সেমেস্টার হচ্ছে। তৃতীয় ও চতুর্থ সেমেস্টার নিয়ে হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিকের প্রথম পর্যায় (তৃতীয় সেমেস্টার) হয়েছে সেপ্টেম্বরে। দ্বিতীয় পর্যায় (চতুর্থ সেমেস্টার) হবে ২০২৬ সালের মার্চ মাসে। দু’টি পর্যায়ের পরীক্ষার নম্বর যোগ করে উচ্চমাধ্যমিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা হয়েছে এমসিকিউ টাইপের, ওএমআর সিটে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *