Breaking News

আগামী সপ্তাহ থেকে নোয়াপাড়া-বিমানবন্দর রুটে বাড়ছে মেট্রো পরিষেবা!জানুন নতুন সময়সূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার যাত্রীদের জন্য আসছে বড় সুখবর। আগামী সপ্তাহ থেকে নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর রুটে আরও বেশি সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রী চাহিদা এবং বিমানবন্দরের সঙ্গে শহরের যোগাযোগ আরও সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন সময়সূচিও।গত আগস্টে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর মেট্রো রুট চালু হওয়ার পর যাত্রী সংখ্যা ক্রমশ বেড়েছে। অনেক কম সময়ের মধ্যে, দমদম বিমানবন্দর পৌঁছে যাওয়ার আশায় মেট্রোরেলের সওয়ারি হচ্ছেন আমজনতা। গত ২ মাসে সেই যাত্রীদের সংখ্যা নজরে পড়েছে কর্তৃপক্ষেরও। আর তাই তাঁদের সুবিধার্থে ৩ নভেম্বর, সোমবার থেকে এই রুটে পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সোম থেকে শুক্র মোট ১২০ টি মেট্রো চালানো হবে। প্রথম ও শেষ মেট্রোর সময়েরও বদল হচ্ছে।এতদিন নোয়াপাড়া থেকে বিমানবন্দরগামী প্রথম মেট্রো পাওয়া যেত সকাল ৭টা ৫৫ মিনিটে। সোমবার থেকে সকাল ৭টা ১৮ মিনিট থেকে চালু হবে পরিষেবা। অন্যদিকে, বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকের প্রথম মেট্রো ছাড়ত সকাল ৮টায়। এবার তা পাওয়া যাবে সকাল ৭টা ৪০ মিনিটে। দিনের শেষ মেট্রোটি রাত ৮টার বদলে রাত ৮.৫৮এ নোয়াপাড়া থেকে ছেড়ে যাবে জয়হিন্দ বিমানবন্দরের দিকে। আর ওই স্টেশন থেকে রাত ৮টা ৫ মিনিটের পরিবর্তে রাত ৯টা ১৮ মিনিটে মেট্রো পাওয়া যাবে নোয়াপাড়ার দিকে। গত ২ মাস ধরে শনিবার এই রুটে ৪৪ টি মেট্রো পরিষেবা মিলত। এবার তা বেড়ে দাঁড়াচ্ছে ৯২। সকাল ৭টা ১৮ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মিলবে মেট্রো। এতদিন যা ছিল সকাল ৭টা ৩৫ থেকে রাত ৮টা ৩২ পর্যন্ত।প্রসঙ্গত শনিবার ও হলুদ লাইনে মেট্রো সংখ্যা বাড়াতে চলেছে। এতদিন পর্যন্ত ওই রুটে সপ্তাহ শেষে চলতো ৪৪ টি মেট্রো। আর রবিবার ওই রুটে চলত ৪০ টি মেট্রো। তবে এবার থেকে সেই সংখ্যা বেড়ে হচ্ছে ৭৮ টি। অর্থাৎ আপ লাইনে ৩৯টি ও ডাউন লাইনে ৩৯টি করে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এর পাশাপাশি, ৩ নভেম্বরের পরের সংখ্যা বেড়ে হবে ৯২ টি। অর্থাৎ আপ ও ডাউন লাইনে ৪৬ টি আপ ৪৬ টি করে মেট্রো মিলবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *