Breaking News

এসআইআর শুরুর দিনেই পথে মমতা-অভিষেক, মঙ্গলবার মিছিল তৃণমূলের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হবে আগামী মঙ্গলবার, ৪ নভেম্বর থেকে। ওই দিন থেকেই এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। আর সে দিনই কলকাতায় মিছিল ডাকল তৃণমূল। যে মিছিলে হাঁটবেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।ওইদিন দুপুর দেড়টা নাগাদ ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রায় মমতা-অভিষেকের সঙ্গে মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ, কাউন্সিলররাও। ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ যেতে পারে, স্রেফ এই আশঙ্কায় রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি তুলেছে পরিবারগুলি। এনিয়ে গোড়া থেকে সোশাল মিডিয়ায় বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। এবার পথে নেমে আরও বড় প্রতিবাদ সংগঠিত করতে চলেছেন তাঁরা।তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনের ঘোষিত এই SIR প্রক্রিয়া আসলে ভোটার তালিকা সংশোধনের আড়ালে ‘Silent Invisible Rigging’, অর্থাৎ নীরবভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এক গভীর পরিকল্পনা। দলীয় নেতৃত্বের বক্তব্য, এই সংশোধন প্রক্রিয়ায় বহু যোগ্য ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।দলীয় বিবৃতিতে বলা হয়েছে, “আমরা কোনওভাবেই জনগণের অধিকারের প্রশ্নে আপস করব না। যতক্ষণ না প্রত্যেক যোগ্য ভোটারের নাম তালিকায় নিশ্চিত করা হচ্ছে, তৃণমূল লড়াই চালিয়ে যাবে। জনগণের অধিকারের জন্য আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দেব।” রাজনৈতিক মহলের মতে, এসআইআর-য়ের বিরুদ্ধে তৃণমূলের ডাকা মিছিলের মাধ্যমেই বেজে উঠতে চলেছে ২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *