নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শুরুতেই ধাক্কা, নজরুল মঞ্চে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ শিবিরে রীতিমতো মঞ্চে উঠে বিক্ষোভ দেখালেন বিএলও-রা | পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হল পুলিশকে |শিক্ষকদের দাবি, তাঁদের বিএলএও-র দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ স্কুল কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, এই সময়ের মধ্যে তাঁদের স্কুল রেজিস্ট্রারে ‘অনুপস্থিত’ দেখানো হবে। তাতেই ঘোরতর আপত্তি শিক্ষকদের। তাঁদের স্পষ্ট দাবি, অনুপস্থিত নয়, বিএলও-র কাজে যোগ দিলে তাঁদের ‘অন ডিউটি’ হিসেবেই চিহ্নিত করতে হবে। আরও দাবি, ভোটের মতো প্রশিক্ষণ পর্বেও বিএলও-দের কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে কাজে যোগ দিয়েও কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএলও-দের একটা বড় অংশ। এনিয়ে শনিবার নজরুল মঞ্চে উত্তপ্ত পরিস্থিতি। দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরেও একই পরিস্থিতি। বিএলও-রা একযোগে প্রতিবাদ জানালেন।২৮ অক্টোবর থেকে বিএলও-দের প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এর মাঝে শনিবার নজরুল মঞ্চে বিএলও-দের প্রশিক্ষণ নিয়ে গন্ডগোল শুরু হয়। প্রশিক্ষণ নিতে যাঁরা গিয়েছেন, তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে এদিন কোনও প্রমাণপত্র দেওয়া হয়নি।পাশাপাশি বিএলও-দের আরও প্রশ্ন, সন্ধের পর বিএলও হিসেবে কাজ করতে গেলে তাঁদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? বিএলও-দের দাবি, এ দিন প্রশিক্ষণ শিবিরে তাঁরা এই প্রশ্নগুলিই তুলেছিলেন| যদিও সেই প্রশ্নের সদুত্তর দেননি নির্বাচন কমিশনের আধিকারিকরা| এর পরই নজরুল মঞ্চের মূল মঞ্চে উঠে কমিশনের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান বিএলও-রা|পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ৷ বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে পুলিশ | প্রশিক্ষণের দ্বিতীয় ভাগে এ বিষয়ে আলোচনা হবে বলে বিএলও-দের আশ্বস্ত করা হয়|
Hindustan TV Bangla Bengali News Portal