Breaking News

অন্ধ্রপ্রদেশে ভেঙ্কটেশ্বর মন্দিরে ভক্তদের ভিড়ে ভাঙল রেলিং!পদপিষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে ১০ জনের

দেবরীনা মণ্ডল সাহা :- ফের পদপিষ্ট হয়ে মৃত্যু। অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিতে গিয়ে ব্যাপক ভিড় হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।আহত হয়েছেন আরও অনেকে। মর্মান্তিক এই ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন.চন্দ্রবাবু নাইডু।
এই দুর্ঘটনার দায় কার্যত মন্দির কর্তৃপক্ষের ঘাড়েই ফেলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, মন্দিরটি একটি ব্যক্তিগত উদ্যোগে নির্মিত। স্থানীয় প্রশাসন বা পুলিশের কাছে এই অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। তাঁর দাবি, ‘অত্যন্ত দুঃখজনক যে এতজন নিরীহ মানুষের প্রাণ গেল। যদি আয়োজকরা আগে জানাতেন, তাহলে আমরা নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারতাম। কিন্তু সেই সমন্বয়ের অভাবেই আজ এই দুর্ঘটনা ঘটেছে।’এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যাঁরা দায়িত্বে গাফিলতি করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়েছেন চন্দ্রবাবু নায়ডু।
এদিন মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা বিবৃতিতে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আহতদের প্রয়োজনীয় সবরকম চিকিৎসার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজে তদারকির নির্দেশ দেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *