প্রসেনজিৎ ধর :-অনলাইন গেমের ফাঁদে পড়ে মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা উধাও হয়েছিল। শেষপর্যন্ত নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিকের এক পড়ুয়া! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বং থানার বড়চাহাড়া এলাকায়। মৃতের নাম আকাশ পাল। বাড়ির কাছেই জঙ্গলের একটি গাছ থেকে উদ্ধার হল ওই পড়ুয়ার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ।পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই পড়ুয়ার নাম আকাশ পাল (১৯)। তিনি পিংলার উজান হরিপদ হাইস্কুলের ভোকেশনাল শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বড়চাহরা গ্রামে। আকাশের বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে দাদা ও মায়ের সঙ্গে থাকতেন আকাশ।পুলিশ জানিয়েছে, সম্প্রতি একটি অনলাইন গেমে বুঁদ হয়ে থাকতেন আকাশ। মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টও লিঙ্ক করেছিলেন সেই গেমের সঙ্গে। ওই অ্যাকাউন্টে তাঁর বাবা প্রতি মাসের সংসার খরচের টাকা পাঠাতেন। ফলে অ্যাকাউন্টে বেশ কিছু টাকা জমা হয়ে ছিল।সম্প্রতি আকাশের মা গোরু কেনার জন্য ব্যাঙ্ক থেকে কিছু টাকা ঋণ নেন। সে কারণেই শুক্রবার ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করাতেই ধরা পড়ে অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে লক্ষাধিক টাকা। আকাশের মায়ের দাবি অনুযায়ী ১ লক্ষ ৮০ হাজার টাকা উধাও হয়েছে অ্যাকাউন্ট থেকে। আধিকারিকরা জানান, একটি অনলাইন গেমিং অ্যাপ থেকে ওই টাকা কেটে নেওয়া হয়েছে।ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরে আকাশকে বিষয়টি নিয়ে বকাবকি করেন তাঁর মা। তার পরেই শুক্রবার বিকেলে বাড়ির বাইরে চলে যান আকাশ। ওইদিন সন্ধ্যায় বাড়ির কাছে একটি গাছ থেকে আকাশের ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয়রা। দেহ উদ্ধার করে সবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরে পরিবারে শোকের ছায়া নেমেছে।
Hindustan TV Bangla Bengali News Portal