দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা বইমেলার ঢাকে কাঠি পড়ে গেল। আগামী বছরের ২২ জানুয়ারি শুরু হবে কলকাতা বইমেলা। কলকাতার এক হোটেলে সোমবার সাংবাদিক সম্মেলন করে জানানো হল ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হবে ২০২৬ সালের ২২ জানুয়ারি। সেদিনই মেলার উদ্বোধন। বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি অবধি। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সল্টলেক করুণাময়ীর বইমেলা প্রাঙ্গনেই হবে বইমেলা। এই প্রথম থিম কান্ট্রি আর্জেন্টিনা। প্রসঙ্গত, এবারও মেলায় থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন।মেলা আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবারের বইমেলার আয়োজন সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে। বইমেলার সার্বিক সহযোগিতার জন্য আয়োজক কমিটি কৃতজ্ঞতা জানিয়েছে নগরোন্নয়ন দফতর, কেএমডিএ, তথ্য ও সংস্কৃতি দফতর, বিধাননগর পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর পৌরসংস্থা এবং পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দফতরের প্রতি।গত বইমেলায় এসেছিলেন প্রায় ২৭ লক্ষ বইপ্রেমী, বই বিক্রির পরিমাণ ছাড়িয়ে গিয়েছিল ২৩ কোটি টাকা। এই অভূতপূর্ব সাফল্যে যেমন আনন্দিত আয়োজকরা, তেমনই উদ্বিগ্নও, কারণ এ বছর অনেক নতুন প্রকাশক অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু প্রাঙ্গণের জায়গা না বাড়ায় নতুন স্টল বরাদ্দ সম্ভব নয়, জানানো হয়েছে আয়োজকদের তরফে।এ বার আর্জেন্টিনার পাশাপাশি গ্রেট বিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলোম্বিয়া, জাপান, থাইল্যান্ডও অংশ নেবে এ বারের বইমেলায়। অংশ নেবে উত্তরপ্রদেশ, কর্নাটক, ওডিশা, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশও। থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেন্স প্যাভিলিয়নও। ২৪ ও ২৫ জানুয়ারি হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল বা KLF।
২০২৭ সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী। ইতিমধ্যেই তা নিয়ে ভাবনাচিন্তা শুরু দিয়েছেন উদ্যোক্তারা।
Hindustan TV Bangla Bengali News Portal