Breaking News

ফের তৃণমূলে শোভন চট্টোপাধ্যায় !৭ বছর পরে ঘর ওয়াপসি কাননের,সঙ্গে ফিরলেন বান্ধবী বৈশাখী

প্রসেনজিৎ ধর, কলকাতা :-জল্পনার অবসান, অবশেষে ঘরে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ৷ সোমবার দুপুরে তৃণমূল ভবনে পৌঁছে তাঁর পুরনো দলে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন হল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। শাসকদলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের জোড়াফুলের উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে স্বাগত জানান শোভন-বৈশাখীকে |প্রত্যাবর্তনের পর আবেগঘন শোভন বলেন, “আমার ধমনী শিরায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’ তিনি আরও বলেন, আগামী দিনে যা দায়িত্ব পাবেন তা পালন করার চেষ্টা করবেন তিনি, কোনও ত্রুটি রাখবেন না চেষ্টায়। আরও বেশি করে সময় দিয়ে ঘরকে শক্তিশালী করে তুলবেন।২০১৮ সালে তৃণমূলের প্রথম সারির নেতা ছিলেন শোভন চট্টোপাধ্যায়। রাজ্য়ের মন্ত্রীর পাশাপাশি তিনি ছিলেন কলকাতা পুরসভার মেয়র। পরে বিভিন্ন ইস্যুতে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। এর পরে শোভন তৃণমূল ছেড়ে দেয়। বৈশাখীও ঘাসফুল শিবিরের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেন।এর কয়েক বছরের মধ্যেই শোভন এবং বৈশাখী দুজনেই বিজেপিতে যোগ দেন। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরে কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁদের। গেরুয়া শিবিরের সঙ্গেও দূরত্ব বাড়িয়ে দেন তাঁরা। ২০২১ বিধানসভা ভোটের মুখে ফের শোভন-বৈশাখীকে সক্রিয় করতে চেয়েছিল বিজেপি। কিন্তু সেটাও ফলপ্রসূ হয়নি। বিধানসভা ভোটের পরে আর কোনও রাজনৈতিক কর্মসূচিতেই দেখা যায়নি শোভন-বৈশাখীকে।তবে কয়েকদিন আগেই ফের সক্রিয় হন শোভন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। সেই বৈঠকের পরেই জল্পনা শুরু হয়। তারপরেই দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে শোভনে সাক্ষাৎ এবং বৈঠক হয়। সেই বৈঠকের কয়েক ঘণ্টা পরেই এনকেডিএ-র দায়িত্ব দেওয়া হয় শোভন। তখন থেকেই শোভনের ঘরওয়াপসি ঘিরে জল্পনা শুরু হয়। এদিন সেই জল্পনাকে সত্য়ি করে ঘাসফুল শিবিরে ফিরলেন কানন। তবে দলে ফিরলেও কোন দায়িত্ব দেওয়া হবে শোভন এবং বৈশাখীকে, তা এখনও স্পষ্ট নয়। গুঞ্জন শুরু হয়েছে যে বিধানসভা নির্বাচনেও প্রার্থী হতে পারেন তাঁরা |‘ঘরের ছেলে’ শোভনের ঘরে ফেরা প্রসঙ্গে এদিন অরূপ বিশ্বাস বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কর্মযজ্ঞে শামিল হওয়ার জন্য তাঁরা আবেদন করেছিলেন। আমাদের সর্বোচ্চ নেতৃত্বে অনুমোদনে সুব্রত বক্সি তাঁদের হাতে পতাকা দেন। আসলে শোভন ঘরের ছেলে। তিনি আবার ঘরে ফিরলেন। আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে তাঁরা কাজ করবেন।” সুব্রত বক্সি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা শোভন-বৈশাখীকে দলে স্বাগত জানাই।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *