দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূল কংগ্রেসে ঘরওয়াপসি শোভন চট্টোপাধ্যায়ের। সোমবার আনুষ্ঠানিকভাবে দলে ফিরলেন তিনি। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দু’জনকেই উষ্ণ অভ্যর্থনা জানায় দল। এদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন শোভন ও বৈশাখী। তাঁদের পাশে ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মন্ত্রী অরূপ বিশ্বাস। পরে কালীঘাটের তৃণমূল ভবনে যান তাঁরা। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শোভন ও বৈশাখী।সদ্য দলে যোগ দেওয়া দুই নেতা-নেত্রীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবারের সাংসদ। শোভন বৈশাখীকে স্বাগত জানিয়ে তিনি বললেন, “দল বেছে নেওয়ার অধিকার প্রত্যেকের আছে। উনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। এবার আমাদের সঙ্গে লড়াই করবেন।”প্রসঙ্গত, এদিন প্রত্যাবর্তনের পর শোভন চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগ। ঘরের ছেলে হিসাবে পুনরায় শামিল হলাম। রাস্তায় নেমে আন্দোলন করার জন্য। আমার সামর্থ্য মতো তৃণমূলের পাশে থাকব। সুন্দর ঘরকে আমার সমগ্র শক্তি দিয়ে আরও শক্তিশালী করে তুলব – এটা আমার দায়িত্ব, কর্তব্য।”অভিষেক আরও বলেন, ‘শোভন চট্টোপাধ্যায় গত ৫-৬ বছর ধরে দলের চেয়ারপার্সনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তবে সক্রিয় রাজনীতি থেকে এতদিন দূরেই ছিলেন। তবে এবার তিনি ফিরে এসেছেন। দলীয় নেতৃত্বের কথা মতো ওঁরা তৃণমূলের হয়ে লড়াই করবেন।’ অর্থাৎ, শোভন ও বৈশাখী যে এখন দলের অবিচ্ছেদ্য অংশ, তা স্পষ্ট জানিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুঝিয়ে দিলেন যে, শোভনের প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে শোভনের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
Hindustan TV Bangla Bengali News Portal