Breaking News

মঙ্গলবার থেকে এসআইআর, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার আগে কড়া নির্দেশ মমতার!

প্রসেনজিৎ ধর :-মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধনী অভিযান বা এসআইআর | এই প্রক্রিয়ার আগে রাজ্যের মন্ত্রীদের উদ্দেশে কঠোর বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| প্রশাসনিক সূত্রে খবর, নবান্নে সোমবার বিকেলের রাজ্য মন্ত্রিসভার বৈঠকের আগেই মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যতদিন পর্যন্ত এসআইআর প্রক্রিয়া চলবে, ততদিন রাজ্যের প্রতিটি মন্ত্রীকে নিজের জেলা এবং বিধানসভা এলাকায় অবস্থান করতে হবে।সূত্রের খবর, বেশ কয়েকজন মন্ত্রীকে আজ মন্ত্রিসভার বৈঠকে না এসে নিজেদের এলাকায় থেকে এসআইআর প্রক্রিয়ার উপরে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কলকাতা থেকে দূরে থাকেন যে মন্ত্রীরা, মূলত তাঁদের কাছেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পৌঁছেছে | আগামিকাল থেকেই বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করতে শুরু করবেন৷ সেই ফর্ম বিএলও-দের বণ্টনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে৷ এসআইআর-এর বিরোধিতায় আগামিকাল দুপুরেই কলকাতায় মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত সেই মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের কাজকে নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব জেলার প্রশাসনকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বুথ এলাকায় নজরদারির জন্য নিয়োজিত থাকবেন স্থানীয় পর্যবেক্ষকরা। মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, স্থানান্তরিত ভোটারদের তথ্য আপডেট করা এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করাই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই নির্দেশের মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে তাঁর ‘গ্রাউন্ড-অ্যাকশন’ কৌশল। তিনি চান মন্ত্রীরা সরাসরি মানুষের মধ্যে গিয়ে প্রশাসনিক কাজের তদারকি করুন, যাতে কোনো ভুল তথ্য বা অভিযোগ সামনে না আসে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *