Breaking News

কালীঘাটের কাকু-র মামলায় নতুন মোড়!সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলা থেকে হাইকোর্টের বিচারপতির সরে দাঁড়ানোয় চাঞ্চল্য

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া তৃণমূল-ঘনিষ্ঠ ব্যবসায়ী সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রায় সম্পূর্ণ শুনানি শেষ হওয়ার মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্তে আইন মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।এবার মামলাটি আসবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে৷ তিনি পুনরায় এই মামলার শুনানির জন্য বিচারপতি নির্দিষ্ট করবেন। যেহেতু মামলাটি প্রায় পূর্ণাঙ্গ শুনানি সম্পন্ন হয়েছে তাই মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসেই পাঠানোর সম্ভাবনা রয়েছে বলেই আদালত সূত্রে জানা গিয়েছে।প্রসঙ্গত, মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি চলছিল। কলকাতা হাইকোর্টে বিচারপতিদের মামলার বিচার্য বিষয় পরিবর্তনের পর মামলাটি শুনানির জন্য নির্ধারিত হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।প্রসঙ্গত, ২০২৩ সালে চাকরি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি প্রথমে গ্রেফতার করেছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে। পরে একই মামলায় তাঁকে ফের গ্রেফতার করে সিবিআই। তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যক্তিকে নিয়ে তদন্তের শুরু থেকেই সরগরম রাজ্য রাজনীতি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *