দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভা নির্বাচনের আগে ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচি ঘোষণা বামেদের। চলতি মাসের ২৯ তারিখ কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে এই কর্মসূচি। ১৭ ডিসেম্বর শেষ হবে কামারহাটিতে। মূলত ১৫টি ইস্যুকে হাতিয়ার করেই বামেরা উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ প্রতিটি জেলায় ঘুরবে বলেই খবর।২০২৪–এর লোকসভা নির্বাচনের আগে যুব সংগঠনকে সামনে রেখে রাজ্যে ‘ইনসাফ যাত্রা’ করেছিল, এবার বিধানসভা নির্বাচনের আগে ‘বাংলা বাঁচাও যাত্রার’ ডাক দিল আলিমুদ্দিন স্ট্রিট।লোকসভা ভোটের আগে ইনসাফ যাত্রা কোচবিহার থেকে শুরু হয়েছিল। দেড় মাসের বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে কলকাতায় শেষ হয়েছিল ব্রিগেড সমাবেশ দিয়ে। ‘বাংলা বাঁচাও যাত্রায়’ ব্রিগেডের ঘোষণা না হলেও, এবারের যাত্রাও শুরু হতে চলেছে কোচবিহার থেকে। ২৯ নভেম্বর কোচবিহার তুফানগঞ্জ থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর ১৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটিতে শেষ হবে যাত্রা। পায়ে হেঁটে, ট্যাবলো, গাড়িতে এই যাত্রা হবে।সাংবাদিক বৈঠকের মাধ্যমে ‘বাংলা বাঁচাও যাত্রার’ ঘোষণা করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি জানান,বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান প্রয়োজন। ভাষা, সংস্কৃতি, খেলা, সাহিত্য সবকিছুতে বাংলাকে বাঁচাতে হবে। এছাড়া জল, জমি, জঙ্গল, স্কুল, হাসপাতাল, শিল্প সহ রাজ্যেক একাধিক বিষয় বাঁচাতেই এই বাংলা বাঁচাও যাত্রা বলে জানান মহম্মদ সেলিম।
Hindustan TV Bangla Bengali News Portal