Breaking News

‘বাংলার মাটি, বাংলার জল’, স্কুল প্রার্থনায় বাধ্যতামূলক!স্কুলগুলির জন্য বড় নির্দেশ রাজ্য সরকারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের সব স্কুলে বাধ্যতামূলকভাবে গাইতে হবে রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রত‍্যেক দিন স্কুলে স্কুলে গাইতে হবে ‘বাংলার মাটি, বাংলার জল’। সাম্প্রতিককালে বাঙালি আবেগে শান দিতে একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলে দাবি করে পথে নেমে প্রতিবাদও জানিয়েছিলেন তিনি। সেই একই কারণে এবার রাজ্য সঙ্গীত গাওয়ার ভাবনা|২০২৩ সালে বিধানসভায় প্রস্তাব পাশ করে গানটি রাজ্যসঙ্গীত হিসেবে স্বীকৃতি পেয়েছিল। চলতি বছরের শুরুতে মুখ্যসচিবের নির্দেশে নির্দিষ্ট অংশটুকু—“বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-পুণ্য হউক…” এক মিনিটের মধ্যে গাওয়ার কথা বলা হয়।এবার এ ব্যাপারে স্কুলগুলিতে নির্দেশিকা জারি হতেই ফের শুরু হয়েছে বিতর্ক। নির্দেশিকার কথা স্বীকার করে নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ বলেন, “এখন থেকে থেকে স্কুলগুলিতে প্রার্থনা সভায় এই গান বাধ্যতামূলক।” পর্ষদের এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই শিক্ষাঙ্গন থেকে রাজনৈতিক মহল— অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রার্থনাসঙ্গীতকে সরকারি ভাবে বাধ্যতামূলক করা কতটা যুক্তিসঙ্গত। কারও কারও মতে, এই প্রয়াসের নেপথ্যে রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাঙালিয়ানা ও আবেগ জাগিয়ে তোলার চেষ্টা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *