প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি করেই সিনিয়র রেসিডেন্ট হিসেবেই বহাল রাখতে হবে ডা: অনিকেত মাহাতকে, ফের একই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ একক বেঞ্চের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট৷ ডিভিশন বেঞ্চেও জয় ডা: অনিকেত মাহাত’র। আরজি কর আন্দোলনে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে রাজ্যের আপিল খারিজ করল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ৷রায়গঞ্জ হাসপাতালে পোস্টিংয়ের বিরোধিতা করে হাই কোর্টে মামলা করেন অনিকেত। সেই মামলার জল গড়ায় বিশ্বজিৎ বসু ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার রায় দিয়ে আদালত জানায়, তাঁরা সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করছে না। অনিকেত থাকবেন আর জি কর মেডিক্যালেই। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে পোস্টিং না পেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন জুনিয়র ডাক্তার ডা: অনিকেত মাহাত। তখন এ বিষয়ে আদালত জানায়, সিনিয়র রেসিডেন্ট ডা: অনিকেত মাহাত রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত ত্রুটিযুক্ত। ফলে, স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্ট।
Hindustan TV Bangla Bengali News Portal