দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দু’দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা সভা করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সোমবারেই উত্তর কন্যায় এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু পরিষেবা তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। মূলত উত্তরবঙ্গের বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের হাতে পরিষেবা তুলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় ফেরার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।প্রশাসনিক সূত্রে খবর, আসন্ন সপ্তাহের সোমবার বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন মমতা। শিলিগুড়িতে পৌঁছেই জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। উত্তরকন্যা, যা শিলিগুড়ির অন্যতম প্রশাসনিক ভবন, সেখানে আয়োজিত হতে চলেছে এই বৈঠক। ইতিমধ্যেই নবান্নের তরফে উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলাশাসককে সেই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশিকা পাঠানো হয়েছে।সম্প্রতি ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল দার্জিলিং ও মিরিকে। প্রাণ গিয়েছিল বহু মানুষের। আজও নিখোঁজ অনেকে। এই গোটা বিপর্যয় পর্বে মোট দু’বার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দ্বিতীয়বারের সফরে বেশ কয়েকদিন সেখানে থাকেন তিনি। ঘুরে দেখেন বন্য়া বিপর্যস্ত এলাকাগুলি। সেখান থেকে মৃতদের পরিবারের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এবারের সফরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দিতে চলেছেন মমতা। তিনিই আগেই জানিয়ে দিয়েছিলেন দুর্যোগে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে।
Hindustan TV Bangla Bengali News Portal