প্রসেনজিৎ ধর, কলকাতা :- পশ্চিমবঙ্গে দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে হবে। কেন্দ্রীয় সরকারকে তেমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১০০ দিনের কাজের যে অর্থ রাজ্যের পাওয়ার কথা, যা বকেয়া রয়েছে, তা নিয়ে কেন্দ্রকে হলফনামা দিতে হবে। এক মাস পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এ কথা জানিয়েছে।দীর্ঘ টালবাহানা কাটিয়ে সম্প্রতি ১০০ দিনের কাজ শুরু ও বছর ধরে আটকে থাকা ‘প্রাপ্য’ টাকার মামলায় সুপ্রিম কোর্টে জয় ছিনিয়ে নিয়েছে রাজ্য। কেন্দ্রের অভিযোগ ছিল, ১০০ দিনের কাজের প্রকল্পে মোট ৫ কোটি টাকা দুর্নীতি হয়েছে। পূর্ব বর্ধমান, মালদহ, হুগলি-সহ রাজ্যের একাধিক জেলায় সমীক্ষা করে দুর্নীতির সাক্ষ্য প্রমাণও তুলে ধরেছিল তাঁরা। বন্ধ রেখেছিল ১০০ দিনের কাজের জন্য বরাদ্দ টাকা।বিজেপির বক্তব্য, ১০০ দিনের টাকা নিয়ে নয়ছয় করেছে তৃণমূল। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। সেই কারণেই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের টাকা না-পেয়ে রাজ্যের তহবিল থেকে টাকা দিয়ে এই ধরনের কাজের প্রকল্পও শুরু করেছিল তৃণমূল। কেন্দ্রের বকেয়া নিয়ে হাইকোর্টে মামলা চলছে।রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ আগেও দিয়েছিল হাইকোর্ট। বলা হয়েছিল, ১ অগস্ট থেকে এই কাজ চালু করতে হবে। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। তবে শীর্ষ আদালত কেন্দ্রের মামলা খারিজ করে দিয়েছে। এ বিষয়ে তারা কোনও মন্তব্যই করতে চায়নি। তার পর আবার মামলাটি এসেছে হাইকোর্টে। শুক্রবার তাই দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে বলেছে উচ্চ আদালত।
Hindustan TV Bangla Bengali News Portal