Breaking News

প্রাথমিকে ২৩ হাজারের বেশি শিক্ষককে বদলির সিদ্ধান্ত!কী কারণে এই পদক্ষেপ? জানাল শিক্ষা দফতর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড়সড় রদবদল ঘটাতে চলেছে স্কুল শিক্ষা দফতর । শুক্রবার জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত মোট ২৩,১৪৫ জন শিক্ষককে বদলি করা হবে। এই বদলি প্রক্রিয়া সম্পূর্ণভাবে জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে স্পষ্ট করেছে দফতর |দফতর জানিয়েছে, এই বদলি সম্পূর্ণভাবে জেলাভিত্তিক হবে— অর্থাৎ শিক্ষকরা নিজ জেলার মধ্যেই অন্য স্কুলে স্থানান্তরিত হবেন। পদক্ষেপের মূল উদ্দেশ্য, ছাত্র-শিক্ষক অনুপাতের ভারসাম্য ফেরানো এবং পঠনপাঠনের মান বজায় রাখা।সেপ্টেম্বর মাসে সংগৃহীত ও বিশ্লেষিত ‘বাংলার শিক্ষা পোর্টাল’-র তথ্য অনুযায়ী, একদিকে বহু স্কুলে শিক্ষক উদ্বৃত্ত, অন্যদিকে বহু স্কুলে শিক্ষক ঘাটতি প্রকট। উদ্বৃত্ত শিক্ষকের সংখ্যা যেখানে ২৩,১৪৫ জন, ঘাটতির পরিমাণ ২৩,৯৬২ জন। এই বিপরীত চিত্রই প্রশাসনকে ‘Rationalization’ বা পুনর্বিন্যাসের পথে হাঁটতে বাধ্য করেছে | শিক্ষা দফতর জানিয়েছে, বদলি প্রক্রিয়া সম্পূর্ণভাবে দপ্তরের তত্ত্বাবধানে হবে, যাতে কোথাও বিশৃঙ্খলা না ঘটে। বদলির সময় শিক্ষক-পরিবারের সামাজিক ভারসাম্য বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষামহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ শিক্ষাবিদ ও শিক্ষক সংগঠন এই উদ্যোগকে সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এতে শিক্ষার মানোন্নয়ন হবে এবং ছাত্রদের পঠনপাঠন আরও সুষম হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *