Breaking News

‘ওঁকে শুভেচ্ছা’, হুমায়ুনের নতুন দলগড়া প্রসঙ্গে অভিনন্দন জানানোর পরও তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ব্রাত্য বসু!

নিজস্ব সংবাদদাতা :-ফের বেলাগাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। হুঁশিয়ারি দিয়েছিলেন নতুন দলগড়ার। এবার আর রাখঢাক না করে পরিষ্কার বলে দিয়েছেন,২০ ডিসেম্বরের পর নতুন দল গঠন করবেন। যার চেয়ারম্যান তিনি নিজেই হবেন। এবার এই নিয়েই প্রতিক্রিয়া দিলেন ব্রাত্য বসু। হুমায়ুনকে অভিনন্দন জানানোর পরও তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।শুক্রবার তৃণমূল ভবনে শশী পাঁজা এবং ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে সাংবাদিকরা হুমায়ুন কবীরের নতুন দল গড়ার হুঁশিয়ারি প্রসঙ্গে প্রশ্ন করেন। ব্রাত্য বসু বলেন, “তাঁকে অভিনন্দন। যদি পারেন করে দেখান।” বলে রাখা ভালো, বৃহস্পতিবার ভরতপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন দল গড়ার সিদ্ধান্তের কথা জানান শাসক শিবিরের ‘বিতর্কিত’ বিধায়ক। তিনি দাবি করেন, “তৃণমূলে আর নয়। ২০ ডিসেম্বরের মধ্যে নতুন দল গড়ব।” শুধু তাই নয়, নতুন দলে নিজেকেই চেয়ারম্যান হিসাবেও ঘোষণা করেন হুমায়ুন। বলেন, “আমি দল গঠন করলে তৃণমূল বুঝবে, জেলায় ওরা কী হারিয়েছে। আমি না থাকলে মুর্শিদাবাদে ১০টি আসনও পাবে না তৃণমূল।”বেফাঁস মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ন কবীর। বারবার দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। ক্য়ামাক স্ট্রিটের বৈঠকে হুমায়নকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও সতর্ক করেছেন। সাফ বুঝিয়ে দিয়েছেন, এসব চলবে না। বিধায়ককে কড়া বার্তা দেন, “দলের নিয়ম মানতে হবে। প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করলে পদক্ষেপ করা হবে।” তবে তা সত্ত্বেও রাশ টানা যাচ্ছে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *