প্রসেনজিৎ ধর, হুগলি:- হুগলির শেওড়াফুলির গড়বাগানে যৌনকর্মীর ‘রহস্যমৃত্যু’, মৃতের নাম বিতি দাস। বয়স ৪৯ বছর। শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা ছিলেন বিতি দাস।সূত্রের খবর, সকাল থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে যৌনপল্লীর মহিলারাই থানায় খবর দেন। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চাঁপদানীর বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুঁইন। আসেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর।
অরিন্দম গুঁইনের অভিযোগ, ‘২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আতঙ্কেই তিনি ভেঙে পড়েছিলেন। বিজেপি চাইছে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দিতে। SIR এর নাম করে মানুষকে ভয় দেখানো হচ্ছে। সেই কারণেই এই মৃত্যু।’শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক হরি মিশ্র বলেন, ” শেওড়াফুলিতে এক যৌনকর্মী মারা গিয়েছে। আর বিধায়ক বলছেন এসআইআর আতঙ্কে মারা গিয়েছে। জানি না উনি কীভাবে এত গভীরে জানতে পারলেন ওই যৌন কর্মীর বিষয়ে। আমাদের কাছে খবর আছে, ওই মহিলা যাঁর সঙ্গে থাকতেন তাঁর সঙ্গে গতকাল ঝগড়া হয়। তারপরেই এই ঘটনাটা ঘটেছে। তৃণমূল সুইসাইড নোট নিয়ে সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন কেউ মারা গেলেই এসার আতঙ্কে মারা যাচ্ছে বলে অভিযোগ করছে।”
Hindustan TV Bangla Bengali News Portal