Breaking News

অবশেষে জেল থেকে ছাড়া পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়!নিয়োগ দুর্নীতি মামলায় জামিন ৩ বছর ৩ মাস ১৮ দিন পরে বাড়ি ফিরতে পারেন মঙ্গলবার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে জেলমুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থকে জেলমুক্ত করার নির্দেশ দিয়েছেন। এর পর আদালতের নথি মুখ্য বিচারবিভাগীয় আধিকারিকের কাছে পৌঁছোবে। নথি পৌঁছোবে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছেও। তার পর জেলমুক্ত হতে আর কোনও বাধা থাকার কথা নয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
জামিনের জন্য শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। সেই টাকাও জমা পড়ে গিয়েছে বলে খবর। বিশেষ সিবিআই আদালত থেকে রিলিজ অর্ডার আলিপুর আদালতের সিজেএমের এজলাসে যাবে। সেখান থেকেই তা জমা পড়বে প্রেসিডেন্সি জেলে। ২০২২ সালের জুলাই থেকে জেলে রয়েছেন। সব মামলায় জামিন পেয়েছেন। কিন্তু, একটি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় জেল থেকে ছাড়া পাচ্ছিলেন না। অবশেষে সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে সেই সাক্ষ্য গ্রহণ শেষ হল। আর সেই সাক্ষ্য গ্রহণ শেষেই জেল থেকে ছাড়া পাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সাক্ষ্য গ্রহণ শেষ হলেও প্রথমে পার্থর জামিন সংক্রান্ত পরবর্তী নির্দেশ স্থগিত রেখেছিলেন বিচারক। পরে পার্থর রিলিজ অর্ডার দেন। পার্থর সঙ্গে জেল থেকে ছাড়া পাচ্ছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও।এর আগেও একাধিকবার জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়, এমনকী সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন। ইডি, সিবিআইয়ের সব মামলায় তিনি জামিন পেয়েছেন। সেপ্টেম্বর মাসের শুরুতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থের জামিন মঞ্জুর করে। শুধুমাত্র এসএসসির গ্রুপ সির মামলায় পার্থের চূড়ান্ত জামিন মঞ্জুর হয়নি এত দিন। সুপ্রিম কোর্টের একটি শর্তের জন্য জেল থেকে এতদিন বেরতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত। তারপরে ২ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে। সাক্ষ্য গ্রহণ শেষ হলে পার্থকে জেল থেকে ছাড়া হবে। সেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় এদিন। এখন সব শর্ত পূরণ হওয়ার পর তাঁর মুক্তি কেবল সময়ের অপেক্ষা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *