Breaking News

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণে রাস্তায় ছড়িয়ে ছিন্নভিন্ন দেহাংশ!মৃত অন্তত আট! নাশকতা কি না খুঁজতে শুরু তদন্ত, জারি ‘হাই অ্যালার্ট’

নিজস্ব সংবাদদাতা :-ভরসন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি।দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে রাখা গাড়িতে বিস্ফোরণ৷ বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই ৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে৷ গোটা রাজধানী জুড়েই ছড়িয়েছে আতঙ্ক৷ সোমবার সন্ধে ৬টা বেজে ৫৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণের খবর জানিয়ে একটি ফোন কল পৌঁছয় দমকলবাহিনীর কাছে৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন৷ খুব কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গিয়েছে৷ ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সর্বস্তরে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি, এনআইএ-এর দল।ঘটনার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। শুধু দিল্লি নয়, মুম্বই এবং লখনউতেও কড়া নিরাপত্তা জারি।লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের সুপার সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ১৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছোনোর আগেই আট জনের মৃত্যু হয়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পরেই দিল্লি ও মুম্বই জুড়ে জারি হয়েছে হাই সিকিউরিটি অ্যালার্ট। রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। নিরাপত্তা জোরদার করা হয়েছে পর্যটনকেন্দ্র ও সরকারি ভবনগুলিতেও।এই বিস্ফোরণ ঘিরে দিল্লিতে চরম উদ্বেগ ছড়িয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত সংস্থাগুলিকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *