নিজস্ব সংবাদদাতা :-ভরসন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি।দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে রাখা গাড়িতে বিস্ফোরণ৷ বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই ৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে৷ গোটা রাজধানী জুড়েই ছড়িয়েছে আতঙ্ক৷ সোমবার সন্ধে ৬টা বেজে ৫৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণের খবর জানিয়ে একটি ফোন কল পৌঁছয় দমকলবাহিনীর কাছে৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন৷ খুব কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গিয়েছে৷ ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সর্বস্তরে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি, এনআইএ-এর দল।ঘটনার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। শুধু দিল্লি নয়, মুম্বই এবং লখনউতেও কড়া নিরাপত্তা জারি।লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের সুপার সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ১৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছোনোর আগেই আট জনের মৃত্যু হয়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পরেই দিল্লি ও মুম্বই জুড়ে জারি হয়েছে হাই সিকিউরিটি অ্যালার্ট। রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। নিরাপত্তা জোরদার করা হয়েছে পর্যটনকেন্দ্র ও সরকারি ভবনগুলিতেও।এই বিস্ফোরণ ঘিরে দিল্লিতে চরম উদ্বেগ ছড়িয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত সংস্থাগুলিকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal