প্রসেনজিৎ ধর, কলকাতা :-উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ির অনশন মঞ্চে আজ এক অন্য দৃশ্য দেখা গেল। আমরণ অনশনরত মতুয়াদের পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী| এসআইআর (SIR) এর প্রতিবাদে মতুয়াদের দিল্লি যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঠাকুরবাড়িতে অনশন করে নয়, দিল্লির রাস্তায় আওয়াজ তুলতে হবে। যন্তর-মন্তরে অনশন হোক, আমি থাকব পাশে।”এদিন অধীর চৌধুরী জানান, অনশনরত মতুয়াদের তিনি পরামর্শ দিয়েছেন, যাতে তাঁরা দিল্লি যান। অধীরের মতে, শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে লোকসভায়, আর সেই অধিবেশনে বিশেষ অর্ডিন্যান্স আনুক সরকার। অধীরের দাবি, নাম না থাকলেও যেহেতু মতুয়ারা এতদিন ধরে বসবাস করছেন, কোনও না কোনও ভোট দিয়েছেন, তাই তাঁদের নাম দিয়ে দেওয়া হোক।মমতাবালা ঠাকুরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অধীর চৌধুরী। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, “আমরা অনশন ভাঙব কি না, সেটা আমাদের ব্যাপার। ঠাকুরবাড়ি থেকে এই আন্দোলন শুরু হয়েছে। দিল্লি যাওয়ার কথা আমরা অনেক আগেই ভেবেছি।”ঠাকুরবাড়ির এই অনশন মঞ্চ এখন রাজনীতির কেন্দ্রবিন্দু |
Hindustan TV Bangla Bengali News Portal