Breaking News

আগামী রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু,কোন বিকল্প পথে যাতায়াত?জানিয়ে বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- আবারও বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু ৷ সেতুর ‘স্টে’ ও ‘হোল্ডিং ডাউন’ কেবল এবং ‘বিয়ারিংস’ প্রতিস্থাপন ও সংস্কার কাজের জন্যই তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কাজটি হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি পরিচালনা করবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ । এই সময়ের মধ্যে বিদ্যাসাগর সেতু- এবং এর র‍্যাম্পগুলিতে কোনও যান চলাচল করা যাবে না ।পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি বলা হয়েছে আগামী রবিবার ১৬ নভেম্বর সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই সময়কালে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্যই বন্ধ থাকবে সেতু। দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকলে, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই পরিস্থিতিতে যানজট কমিয়ে যানচলাচল স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ কলকাতা পুলিশের। হাওড়া ব্রিজ দিয়ে ব্যবহারের কথা বলা হয়েছে পুলিশের তরফে। বিকল্প রুটে যান চলাচলের বন্দোবস্ত করা হয়েছে।পুলিশের তরফে জানানো হয়েছে, এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর উদ্দেশ্যে আসা যানগুলিকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়িগুলিকে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে কে.পি. রোড ধরতে হবে। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর উদ্দেশ্যে আসা সকল ধরণের যানবাহনকে হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *