প্রসেনজিৎ ধর :- বিহারে বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফেরার জন্য নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা | শুধু অভিনন্দন জানানোই নয়, ফের বিহারের মসনদে ফিরতে চলা নীতীশকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আসানসোলের তৃণমূল সাংসদ |এদিকে, শত্রুঘ্নর শুভেচ্ছাবার্তায় বেজায় অস্বস্তিতে তৃণমূল। তোলপাড় বঙ্গ রাজনীতিও। বিজেপি-তৃণমূলের সেটিংয়ের অভিযোগে সোচ্চার বাম নেতা সুজন চক্রবর্তী। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘দল বিড়ম্বনায় পড়ে এমন মন্তব্য করা উচিত নয়।’বিষয়টিতে বেজায় অস্বস্তিতে তৃণমূল। ড্যামেজ কন্ট্রোলে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “দলের প্রথম সারির মুখ, আমার বক্তব্যের কী অভিঘাত হবে, সেটা বোঝা উচিত। এমন মন্তব্য কখনই করা উচিত নয়, যেটায় দল বিড়ম্বনায় পড়ে। কোনও মন্তব্য করার আগে দলের কর্মীদের ভাবাবেগের দিকে তাকানো উচিত। ”এ ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে লোকসভায় তৃণমূলের উপদলনেতা (ডেপুটি লিডার) শতাব্দী রায় বলেন, “উনি হয়তো বিহার এবং বিহারি গরিমার প্রশ্ন থেকে ব্যক্তিগত ভাবে এই টুইটটি করেছেন। কিন্তু এটি কোনও রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় হয়নি।”
Hindustan TV Bangla Bengali News Portal