Breaking News

অস্থির বাংলাদেশ!ভারতীয় জলসীমা অতিক্রম, আটক ২৯ বাংলাদেশের মৎস্যজীবী

নিজস্ব সংবাদদাতা:- অবৈধভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করায় আটক ২৯জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। বর্তমানে ওই মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানায় হস্তান্তরিত করা হয়েছে।রবিবার ভোরে বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। টহলরত অবস্থায় বাহিনীর জওয়ানদের নজরে আসে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশি একটি ট্রলার ভারতীয় জলসীমায় প্রবেশ করে। তৎক্ষণাৎ উপকূলরক্ষী বাহিনী ‘এফবি আমিনা গণি’ নামের ওই বাংলাদেশি ট্রলারটিকে আটক করে। ট্রলারে ছিলেন ২৯ জন বাংলাদেশি মৎস্যজীবী। তাঁদের আটক করা হয়।যাঁদের পাকড়াও করা হয়েছে ওই ২৯ জন সত্যিই বাংলাদেশি নাকি অন্য কোনও কারণে তাঁরা ভারতে ঢোকার চেষ্টা করছিল তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। যদিও ধৃতরা বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছে। এদিনই তাঁদের কাকদ্বীপের মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। অন্যদিকে চলতি বছরে আবার চারটি ভারতীয় ট্রলার বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন। বর্তমানে ৬১ জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন। তাঁদেরও দ্রুত ঘরে ফেরানোর দাবিতে সরব হয়েছেন পরিবারের সদস্যরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *