দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাণিজ্যিক গাড়ির বয়সসীমা নিয়ে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট| এতদিন পর্যন্ত যে নির্দেশিকা ছিল, তাতে ১৫ বছরের বেশি বয়স হলেই রাস্তায় নামতে পারত না বাস বা অন্য কোনও বাণিজ্যিক যান। তবে নতুন নির্দেশে জানানো হয়েছে শুধুমাত্র বয়স দেখে নয়, গাড়ির সক্ষমতা ও দূষণের মাত্রা যাচাই করেই সিদ্ধান্ত হবে তার চলাচলের উপযোগিতা। অর্থাৎ, নির্দিষ্ট শর্ত মানলে বয়স্ক বাসের ‘রিটায়ারমেন্টে’র প্রয়োজন পড়বে না।নতুন নিয়ম অনুযায়ী, কোনও বাণিজ্যিক যান ১৫ বছরের পুরনো হলেও তা রাস্তার উপযোগী কি না, তা যাচাই করতে বছরে দু’বার ‘ফিটনেস সার্টিফিকেট’ নিতে হবে। এই পরীক্ষায় পাস করলেই মিলবে রাস্তায় নামার অনুমতি। তাছাড়াও বছরে দু’বার করতে হবে দূষণ পরীক্ষা। বাসমালিকরা বারবারই জানিয়ে আসছিলেন, বাস বাতিলের বিষয়টি বয়স দেখে না করে তার স্বাস্থ্য এবং দূষণের মাত্রা দেখে করা হোক। পরিবহণ দফতরে এ বিষয়ে তাঁরা আবেদনও করেন। তারপর যান আদালতে। তাঁদের আবেদনে সাড়া দিয়ে আদালত তাঁর সিদ্ধান্তের কথা জানায়।রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রতি বছর ২ দুবার করে বাসের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে বাসমালিকদের এবং পাশাপাশি দূষণ পরীক্ষাও দু’বার করতে হবে। সরকারের বক্তব্য, এক ধাক্কায় সমস্ত পুরনো বাস তুলে দিলে শহরের গণপরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। পাশাপাশি, পরিবেশের বিষয়টিও অবহেলা করা যায় না। তাই বিকল্প হিসাবে ১৫ বছর পার করা গাড়িগুলির স্বাস্থ্যপরীক্ষার ভিত্তিতে রাস্তায় চলার অনুমতি পেলে ভালো হয়।আদালত বাস মালিকদের আবেদনে সাড়া দেয়। এবং সিদ্ধান্তের কথা জানায়। সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘‘গাড়ির আর বয়সসীমা থাকল না। বয়সের ফঁাসে পড়ে যে গাড়ি বসে গিয়েছিল, সেগুলো ফিরে আসবে। দূষণ এবং স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় গাড়ি চলতে পারবে।’’ সারা বাংলা বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা চেয়েছিলাম, বয়সের বদলে স্বাস্থ্যপরীক্ষাকে ইস্যু করা হোক। পরিবহণ দপ্তর উদ্যোগী হয়েছে। আদালতের নির্দেশকে স্বাগত।’’
Hindustan TV Bangla Bengali News Portal