দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর বাতিল ও নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশের দাবিকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে বিকাশ ভবনের সামনে উত্তাপ ক্রমেই বাড়ছিল। সরকারের উদ্দেশে ৩ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন প্রতিবাদে সামিল চাকরিপ্রার্থীরা | কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই পরিস্থিতি অন্য মোড় নেয়।আন্দোলনকারীদের জোর করে করুণাময়ী মেট্রো স্টেশনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি বিকাশভবন চত্বরে। আন্দোলনকারীদের দাবি, ১ লক্ষ শূন্যপদ বাড়িয়ে সকলকে নিয়োগ করতে হবে। পুলিশের যুক্তি, “অনুমতি ছাড়া এভাবে রাস্তায় নেমে আন্দোলন করা যায় না। নিয়ম মেনে আমাদের যা পদক্ষেপ করার করছি।”চাকরিপ্রার্থীদের অন্যতম অভিযোগ, ৬০ নম্বরের লিখিত পরীক্ষায় ফুল মার্কস পাওয়া বহু প্রার্থীই নাকি ইন্টারভিউ কলই পাননি। “ফুল মার্কস পেয়েও ইন্টারভিউ তালিকায় নাম না থাকার মানে নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্ন থেকেই যায়,”— দাবি তাঁদের। সেই কারণে অভিজ্ঞতার ভিত্তিতে ধার্য অতিরিক্ত ১০ নম্বর সম্পূর্ণ তুলে দেওয়ারই দাবি তাঁদের মুখে।
এদিনের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই শিক্ষা দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়— যোগ্য নথি না থাকলে ভেরিফিকেশনের সময়ই বাদ পড়বেন প্রার্থীরা। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানান, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগের পর শূন্যপদ আরও বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর প্রাথমিক আলোচনা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal