দেবরীনা মণ্ডল সাহা :- মতুয়া সম্প্রদায়ের মধ্যে এসআইআর নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই বড়সড় চাঞ্চল্য। টানা ১৩ দিনের অনশনের জেরে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে অনশন প্রত্যাহারের কথা থাকলেও, তার আগেই মঞ্চেই তাঁকে স্যালাইন দিতে হয়। পরে দ্রুত বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।বাংলায় হওয়া ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের প্রতিবাদে অনশনে বসেছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুর। সঙ্গী হয়েছিলেন তাঁর সংগঠনের মতুয়া ভক্তদের একাংশও। অনশন শুরুর কয়েকদিনের মাথায় পরপর অসুস্থ হয়েছিলেন মতুয়া প্রতিবাদীরা। তবু টিকে থেকেছে অনশন। এবার সেই আমরণ অনশনের একেবারে শেষ দিনে অসুস্থ হয়ে পড়লেন মমতাবালা।রবিবার মমতাবালার মঞ্চে তৃণমূলের প্রতিনিধি দল যাওয়ার পরেই রাজ্যসভা সাংসদের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনশনের প্রত্যাহারের অনুরোধ জানিয়ে প্রতিনিধি দলের হাত দিয়ে একটি চিঠিও পাঠান তিনি। সেই চিঠি পাওয়ার পরেই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মমতাবালা। সোমবার ছিল সেই দিন। কিন্তু সোমবার বেলা ১২টার আগে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মঞ্চেই লেবুর রস খাইয়ে অনশন ভঙ্গ করান অন্য গোঁসাইরা। এরপর অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকদের মতে, দীর্ঘ উপোসে দুর্বলতা ও শারীরিক জটিলতাই অসুস্থতার কারণ।হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মমতাবালা বলেন, “এতদিন কিছু না খেয়ে থাকার ফলেই শরীর ভেঙে পড়েছে। দুর্বল লাগছে, আরও কিছু সমস্যা হচ্ছে।”
Hindustan TV Bangla Bengali News Portal