নিজস্ব সংবাদদাতা :- ৫ দিন ধরে নিখোঁজ থাকা পাঁচ বছরের শিশুকন্যার দেহ খুঁজে বার করলো পুলিশ কুকুর। মঙ্গলবার দুপুরে মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের লীলারামটোলা এলাকার একটি পরিত্যক্ত জলাশয় থেকেই ওই পাঁচ বছরের কন্যা শিশু দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, শিশুকন্যাটিকে খুন করে দেহ জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। জলে ডুবে মৃত্যু না কি, অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তারপরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর বাবা মনোজ মণ্ডল। তিনি মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লীলারামটোলার বাসিন্দা। বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে রয়েছে তাঁর চাষের জমি। শুক্রবার জমিতে কাজ করছিলেন তিনি ও তাঁর স্ত্রী। সঙ্গে গিয়েছিল দম্পতির বছর পাঁচের শিশুকন্যাও। ওই দিন বিকেলে মেয়েটি জমি থেকে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। কিন্তু বাড়ি ফেরেনি। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানার পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়।মৃতদেহ উদ্ধার হতেই খুনের অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের কথা বলে পুলিশের সামনে দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। এদিন সকাল থেকেই লীলারামটোলা এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছায়। পুলিশ কুকুরের সহযোগিতার পর মৃত শিশু কন্যার দেহ উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal