প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রেসিডেন্সি সংশোধনাগারে এক বন্দির মৃত্যুকে ঘিরে ফের প্রশ্নের ঘূর্ণাবর্ত। বুধবার সকালে জেল চত্বরের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল এক বিচারাধীন বন্দির দেহ| আত্মহত্যা, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ—উত্তর খুঁজছে পুলিশ।জেল সূত্রে জানা গিয়েছে, মৃত বন্দির নাম সন্দীপ দাস। তিনি আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। ২০২৪ সালের একটি মামলায় টালিগঞ্জ থানার পুলিশ সন্দীপকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইন-সহ একাধিক মামলা রুজু করেন তদন্তকারীরা। সেই মামলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয়। বিচারাধীন বন্দি হিসাবেই প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ছিলেন সন্দীপ।বুধবার সকাল থেকেই খোঁজ মিলছিল না সন্দীপের। খোঁজাখুঁজি শুরু করেন সংশোধনাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। তারপর বেলা ১১টা নাগাদ জেলের ভিতরেই থাকা একটি গাছ থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় বন্দিদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই ময়নাতদন্ত করা হবে। তারপরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal