Breaking News

লালবাজারে বড়সড় রদবদল, বদলি হলেন ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- লালবাজারে পুলিশের ইন্সপেক্টর স্তরে বড় রদবদল। ২১ জন আধিকারিককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শহর জুড়ে প্রশাসনিক কাজকর্ম আরও মসৃণ করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, মানিকতলা থানার অতিরিক্ত ওসি বীরেশ্বর রায় হলেন তালতলা থানার ওসি। সিঁথি থানার অতিরিক্ত ওসি মণীশ মজুমদার হলেন উল্টোডাঙা থানার ওসি। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি রাজীব চট্টোপাধ্যায় হলেন টালিগঞ্জ থানারই ওসি। বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি বিপুল বিশ্বাস হলেন ট্যাংরা থানার নতুন ওসি। মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি আশিস বসু হলেন উত্তর বন্দর থানার ওসি।তাছাড়াও ট্যাংরা থানার অতিরিক্ত ওসি রাজীব সরকার হলেন মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি। তালতলা থানার অতিরিক্ত ওসি প্রশান্তকুমার দাস হলেন পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি। বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি হলেন দীপক মণ্ডল।প্রশান্তকুমার ঘোষ হলেন ট্যাংরা থানার অতিরিক্ত ওসি। সাগর মুখোপাধ্যায় হয়েছেন টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি। মৃন্ময় মজুমদার হয়েছেন উল্টোডাঙা থানার অতিরিক্ত ওসি, সিঁথি থানার অতিরিক্ত ওসি হলেন সুবীর সাহা। পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি প্রসেনজিৎ ধর হলেন মানিকতলা থানার অতিরিক্ত ওসি। পার্থপ্রতিম চক্রবর্তী প্রগতি ময়দান থানার নতুন অতিরিক্ত ওসি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।এই ব্যাপক পুনর্বিন্যাসের ফলে বিভিন্ন থানার প্রশাসনিক কাজ আরও গতিশীল হবে বলে মনে করছে পুলিশমহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *