Breaking News

বন্ধুদের সঙ্গে সিকিমে ট্রেকিংয়ে গিয়ে শ্বাসকষ্ট!গোয়েচালা ট্রেকিংয়ে গিয়ে প্রাণ হারালেন আগরপাড়ার যুবক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সিকিমে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল আগরপাড়ার ৪ নম্বর মহাজাতি নগরের বাসিন্দার। মৃতের নাম সুমন দেবনাথ, ৩৮ বছর বয়স। শোকের ছায়া এলাকায়। সুমন দেবনাথ তাঁর বন্ধুদের সঙ্গে সিকিমের পাহাড়ের গোয়েচালায় নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় সুমন দেবনাথের। যার ফলে মাঝপথেই তাঁর মৃত্যু হয়। পরিবারের তরফে জানানো হয়েছে, গত শুক্রবার ১৪ নভেম্বর পাঁচ বন্ধু মিলে সিকিমে গোয়েচা লায় ট্রেকিং করতে যায়। তাদের মধ্যে দুই বন্ধু যেতে পারেনি। সুমন দেবনাথ সহ আরও দুই বন্ধু মিলে সিকিমের ট্রেকিং করতে যায়। গতকাল মঙ্গলবার ১৮ নভেম্বর রাতে সুমন দেবনাথের মৃত্যুর খবর আসে আগরপাড়া ৪ নম্বর মহাজাতি নগরের বাড়িতে। খবর আসে ট্রেকিং করে নিচে নামার সময় অসুস্থ বোধ করেন সুমন দেবনাথ। চিকিৎসার জন্য তাকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তার। মঙ্গলবার এই খবর আসার পরেই শোকস্তব্ধ পরিবার। সুমন দেবনাথের পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা এবং তার স্ত্রী ও তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।সুমন দেবনাথের স্ত্রী সুনিতা দেবনাথ বলেন, সে বিভিন্ন জায়গায় ট্রেকিং করতে যেতো। তবে বাড়িতে সেভাবে কিছু জানাতো না। আমাকে শুধু এটুকু বলেছিল, সিকিমে ট্রেকিংয়ে যাবে। গত শুক্রবার সিকিমে গিয়েছিল। মঙ্গলবার রাতে ফোন আসে, সুমন আর নেই। আমাদের পরিবারের লোকেরা সিকিমের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ওখানে যাওয়ার পর বিস্তারিত জানতে পারবো। সুমন দেবনাথের বন্ধু সিদ্ধার্থ সেন জানিয়েছেন, সুমন পুরোপুরি সুস্থ ছিল। কোনো নেশা করতো না। আগেও অনেকবার পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিল, কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যায় কোনোদিন পড়েনি। হঠাৎ কীভাবে এই ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *