দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা মেট্রোর জোকা-মাঝেরহাটের পার্পল লাইনের জন্য সুখবর। এ বার শনিবারও ওই লাইনে মিলবে মেট্রো। ২২ নভেম্বর থেকে চালু হবে এই পরিষেবা। এ বার থেকে প্রতি শনিবার, জোকা ও মাঝেরহাটের মধ্যে ২০টি করে আপ ও ডাউন লাইনে মেট্রো চলবে। ২১ মিনিট অন্তর চলবে মেট্রো।এতদিন পার্পেল লাইনে মেট্রো চলত সোম থেকে শুক্রবার পর্যন্ত। চলতি সপ্তাহ থেকে শনিবারও ওই লাইনে মিলবে পরিষেবা। দিনের প্রথম মেট্রো জোকা থেকে ছাড়বে ১ টা বেজে ২৫ মিনিটে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে ১ টা বেজে ৪৯ মিনিটে। শেষ মেট্রো জোকা ছাড়বে ৮ টা বেজে ১১ মিনিটে। মাঝেরহাট থেকে শেষ মেট্রো পাবেন ৮ টা বেজে ৩২ মিনিটে। ২১ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। এদিকে গ্রিন লাইনে শনিবার ১৮৬টির বদলে চলবে ২০২ টি মেট্রো। অর্থাৎ এবার শনিবার অল্প সময়ের বিরতিতে মিলবে মেট্রো।অন্যদিকে, কলকাতা মেট্রো রেল যাত্রী সুরক্ষায় অভিনব ব্যবস্থা কার্যকর করতে চলেছে। জানা গিয়েছে, এবার মেট্রোর নিরাপত্তা ব্যবস্থায় এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে চলেছে রেল।
Hindustan TV Bangla Bengali News Portal